সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলা আওয়ামীলীগের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ঘটিকার সময় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু,বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মুড়িয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা,লাখাই ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,করাব ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মাসুকুর রহমান মাসুক,লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার,শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল,লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া,জুয়েল রানা মেম্বার,সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউপির চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, শফিউল আলম শাকিল,রাসেল আহমেদ, মুড়িয়াউক ইউপির চেয়ারম্যান নোমান মিয়া ও বামৈ ইউপির চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক প্রমূখ।
লাখাই উপজেলার আওয়ামীলীগের বর্ধিত সভায় স্বতস্ফূর্তভাবে ভাবে ৬ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ লাখাই উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুন মোড়াকরি ইউনিয়ন,১৬ জুন করাব ইউনিয়ন, ১৭ জুন লাখাই ইউনিয়ন,১৮ জুন মুড়িয়াউক ইউনিয়ন,১৯ জুন বুল্লা ইউনিয়ন ও ২০ জুন বামৈ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাজী মোজাম্মেল হক ও গীতা পাঠ করেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ।