আসন্ন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে বার্মিংহামে সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের নির্বাচনী সভা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ৭:২৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

সুহেল তালুকদার আগামী ৩০ জানুয়ারী রোববার লন্ডনে অনুষ্ঠিতব্য লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকরা লন্ডনের বাইরেও নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বার্মিংহামে গত ২৩ জানুয়ারী সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষসহ নির্বাচনে প্রতিদ্ধন্ধিতাকারী সকল প্রার্থী ও তাদের সমর্থক এবং বার্মিংহামের বাংলা গণমাধ্যমের বিপুল সংখ্যাক সদস্য এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

 

 

নির্বাচনী সভায় বক্তারা যোগ্য ও সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে প্রার্থী মনোনীত করায় সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের সকলকে ৩০ জানুয়ারী আসন্ন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই বাংলাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী  সভার শুরুতে পবিত্র কোরাণ তেলাওয়াত করেন বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার হাফিজ আহমেদ ক্বাবির।

 

প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ¦ নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম। নির্বাচনে অংশ নেওয়া  সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সায়েম চৌধুরী। গনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোস্তফা চৌধুরী যুবরাজ,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম,বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ¦ আব্দুল কাদির আবুল,সাপ্তাহিক জনমতের অন্যতম পরিচালক আমিরুল চৌধুরী,কোষাধ্যক্ষ প্রার্থী সালেহ আহমেদ,লেখক ও কবি মোহাম্মদ মাফিদুল গণি মাহতাব,মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন কামাল,কলামিষ্ট ম আ কাদির,কবি আমিনা বেগম,কবি শুয়েব চৌধুরী,বাংলা টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির রাশিয়া খাতুন,বিঅন টিভির প্রধান নির্বাহী আব্দুল মাইন চৌধুরী সুমন ও অন্যতম পরিচালক সুহেল চৌধুরী,বিলেত টিভির আলাউর রহমান শাহীন ও মোহাম্মদ তৌহীদ,বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ ও মিজান রেজা চৌধুরী,বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আবু এইচ চৌধুরী সুইট,টিভি উপস্থাপক মাহবুবুল হাসান শরীফ ও মৌলানা এনামুল হাসান সাবির এবং যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ।

 

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য প্রার্থী কলামিষ্ট শেবুল চৌধুরী,সহ-সভাপতি প্রার্থী আনিসুর রহমান আনিস,সহকারী কোষাধ্যক্ষ প্রার্থী আব্দুল কাইযুম,সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক প্রার্থী ইমরান আহমেদ,গণমাধ্যম ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল হান্নান,অনুষ্টান ও ব্যবস্থাপনা সম্পাদক প্রার্থী জুয়েল রাজ,নির্বাহী সদস্য প্রার্থী আহাদ চৌধুরী বাবু,সারোয়ার হোসেন,কলন্দর তালুকদার ও হারুনুর রশীদ।

নির্বাচনী সভায় যোগ দিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি কামাল আহমেদ,বার্মিংহাম মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এম এ খালিক,বার্মিংহাম জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦

 

ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ¦ কামরুল হাসান চুনু,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাফিজ খান, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মালিক পারভেজ,ব্যরিষ্টার শাম উদ্দিন,বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা আলতাফ হোসেন ও আবু এস এম ওয়াহিদ,কমিউনিটি নেতা রঞ্জু মিয়া,সোনালী সুপার মার্কেটের পরিচালক শেখ  মোহাম্মদ আব্দুল খালিক,বাংলা কাগজের উপদেষ্টা ফিরোজ রাব্বানী,এমদাদুল হক লাভলু,জাহেদ উদ্দিন সাজু,মোহাম্মদ মাখনী বেলাল,জুনেদ আহমেদ,তাজুল ইসলাম,বিঅন টিভির আনোয়ার হোসেইন,শিপন আহমেদ,রাকিব আহমেদ,মির্জা ফাতেমা খান,গুলশান চৌধুরী,নুরুন চৌধুরী কলি,মলি আহমেদ,নুরুল আহমেদ,মিসেস খালিক প্রমূখ।

 

 

উল্লেখ্য লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে এমাদ-তাইসীর-মুরাদ নামে অন্য একটি প্যানেল ছাড়াও আরো তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন।