জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের দল আওয়ামীলীগ আর তাদের নেতা শেখ হাসিনা।
আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।গনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সকল দলের অংশ গ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন আটকে থাকবে না। বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ । একটি দল দেশের জনগণের প্রতি আস্হা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়। তিনি রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুস সামাদ আজাদ মিলনায়তনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্টপুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩৭১ জন হতদরিদ্র মানুষের মধ্যে নগদ চার লাখ ৭৩ হাহার ২৫ টাকা বিতরণ করেন।