স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন কর্মকর্তা-কর্মচারী জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।
রবিবার (২৫ জুন) জেলা ইপিআই ভবনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়ার শ্রেষ্ঠ ৬ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।
শ্রেষ্ঠ ৬ জন কর্মকর্তা-কর্মচারী হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমওডিসি ডা. নাজমুস সিয়াম রাফি, নার্সিং সুপারভাইজার দিজেন্দ্র পাল, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন আহমেদ, স্টোরকিপার সুদীপ্ত রঞ্জন পাল এবং স্বাস্থ্য সহকারী সেবিকা দেবনাথ।
জানা যায়, মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বাধিক শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।