আহমেদ সুহেল : যুক্তরাজ্য সফররত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব,লামাটুকুর বাজার হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সম্পাদক ও মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার চেয়ারম্যান হাজী আজমান আলীর সাথে মতবিনিময় করেছে বাংলা কাগজ। বার্মিংহামের বাঙালী কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে গত ২৭ জুন লজেলসের বাংলা কাগজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খানের সভাপতিত্বে ও ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ আব্দুল কাদির আবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাজী আজমান আলী বাংলাদেশের আর্ত সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় অংশ নেন বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনু,সিনিয়র সাংবাদিক মোস্তফা চৌধুরী যুবরাজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,কবি মাফিদুল গণি মাহতাব,অধ্যাপক শাকিকুর রহমান চৌধুরী শাহীন,ডক্টর জশ আহমেদ,ডাক্তার সমুজ মিয়া,লেখক ও গীতিকার শাহ আব্দুল ওয়াদুধ,টিভি উপস্থাপক বেলাল বদরুল,বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জমশেদ আলী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,বিঅন টিভির হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ,কমিউনিটি নেতা ফারুক চৌধুরী,জামান আহমেদ,নজরুল ইসলাম,কামরুল ইসলাম ও বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী প্রমূখ।