এনায়েত হোসেন সোহেল : ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসী আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন প্রবাসী বাঙালীরা। এই নির্মম হত্যাকান্ডের সুষ্টু তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাঙালীরা। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার প্রবাসী বাঙালীদের অংশগ্রহণে গত ২৫জুন বিকেল ৩টায় স্টালিংগ্রাদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বাঙালীদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী এবং বিভিন্ন মানবাধিকার কর্মীরাও যোগ দেন। বিক্ষোভ মিছিলকালে প্রবাসীরা নিহত প্রবাসী আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে প্রতিবাদে অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে রিপাবলিক চত্বরে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ,ছাতক সমিতি ফ্রান্সের সভাপতি ফরিদ মিয়া,আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েস,লিগেল এইডের পরিচালক আজাদ মিয়া,সিলেট শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য ফ্রান্সের প্যরিসে থাকা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী গত ২৩ মে থেকে নিখোঁজ থাকার পর ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তথ্যমতে তিনি প্যারিসে হত্যাকাণ্ডের শিকার হন। চৌধুরী আবুল খায়েরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হলেও প্রবাসী বাঙালীরা এই হত্যাকান্ডের বিচারের দাবীতে নানা কর্মসুচি পালন করে আসছে।