সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার মনতলা বাজারের কলেজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এ অগ্নিকাণ্ডের ঘটনায় মনতলা কলেজ রোডের ব্যবসায়ী শাহনুর সাহার ফ্রেন্ডস মিডিয়া ,সন্দীপ দেবর স্মার্ট সেলুন ,ফারুক
মিয়ার সপ্না টেলিকম , মাসুক মিয়ার মিম মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার ,আশিস চক্রবর্তীর উজ্জ্বল স্টুডিও , এবং খেলু মিয়ার খেলু বেডিং স্টোর এর মালামাল পুড়ে বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস , স্থানীয় জনতা ও থানা পুলিশের সহযোগিতায় প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মাধবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মন্তোষ কুমার মল্লিক এর সত্যতা নিশ্চিত করেছেন।
Post Views: ১৬১