এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পাহাড়ি ঢলে ভেঙে গেছে সাতছড়ি ত্রিপুড়া পল্লী ব্রিজ।
উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন অঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানের উক্ত ব্রিজটির বিকল্প ব্রিজ (১৮ মার্চ) অনুমোদন করার বিষয় কথা হলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা প্রকৌশলী আবদুলাল বাকের মজুমদার বিষয় টি নিশ্চয়তা করেন।এবং সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করবেন এলজিইডি। তন্মধ্যে ত্রিপুড়াবাসী ও জাতীয় উদ্যান সাতছড়ির বুক ছিড়ে বয়ে চলা ছড়ার উপর নির্মিত ব্রিজটি কাঁঠ বাঁশ দিয়ে এলাকাবাসীর জন্য ব্যবস্থা করা হয় উপজেলা প্রশাসন ও পরিষদের চেষ্টায়।কিন্তু গত কয়েক দিনের পাহাড়ি ঢলে আবারও ভেঙে তলিয়ে যায়।ফলে বিপাকে পরেন এলাকাবাসী। একমাত্র চলার পথে ব্রিজ হারিয়ে ফেরো দিশেহারা এলাকাবাসী।বয়স্কসহ স্থানীয় অসুস্থ নারী পুরুষদের চিকিৎসা করে পরতে হয়েছে অসহনীয় যন্ত্রণায়।
এ বিষয় কথা হলে স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দের সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাংসদ এডভোকেট মাহবুব আলী প্রতি দ্রুত চলাচলের ব্যবস্থা ও অনুমোদিত ব্রিজটি দ্রুত নির্মানের দাবি জানান।