প্রবাসীদের কল্যাণে কাজ করবে বাংলা কমিউনিটি ফিমিউসিনো ইতালি: মেয়র মারিও বাচিন্নি

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩ | আপডেট: ১১:০০:পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধি:

ইতালি রোমে সাগর পাড়ের শহর ফিমিউসিনোতে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে নেয়ার লক্ষ্যে পথ চলা শুরু হলো বাংলা কমিউনিটি ফিমিউসিনো ইতালি। সংগঠনের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র মারিও বাচিন্নি, সহ বিশেষ অতিথি হিসেবে ৬ জন কাউন্সিলরদের মধ্যে কাউন্সিলর আগোস্তিনো প্রেতে, জোরজিয়া পাওলেত্তি, আলেসান্দ্রো, আসোস্সোরে স্কুলা দেল্লা ফিমিউসিনো রবেরতো তাসকোত্তি‌ প্রমুখ ‌

আয়োজনে বাংলা কমিউনিটি ফিমিউসিনো ইতালির সভাপতি হিসেবে মোঃ হাফিজ উদ্দিন টিটু, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন রনি ও শাহাদাত হোসেন কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া পরিচিতি সভায় সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল ও সহ ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন কাজল এর যৌথ পরিচালনায় সহ সভাপতি আহমেদ সুফেল, আলী আহমেদ, ফয়সাল হোসেন, মোঃ রাশেদুল হক, বিদ্যুৎ হাওলাদার, সাইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক আল ইমরান সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, এস এম তরিকুল হাসান ইমন, আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ ইব্রাহিম, সহ কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম লাবিব, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, সহ ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক পেয়ার আহমেদ, প্রচার সম্পাদক অমিত, সহ প্রচার সম্পাদক সান্ত, মহিলা বিষয়ক সম্পাদক আসমা সুহি ইসলাম, ক্রীড়া সম্পাদক এস এম রায়হান শাহরি, দপ্তর সম্পাদক অপু মৃধা, সমাজ সেবা সম্পাদক সাইফুল হক রেজা, সহ সমাজ সেবা সম্পাদক শহিদুল ইসলাম স্বাধীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোক্তাকিম ইসলাম, কামরুল ইসলাম, সিনিয়র সদস্য নশের আলী, আব্দুল্লাহ আল মাসুম, হুমায়ুন খান, সংগঠনের উপদেষ্টা পরিষদের আউয়াল হোসেন, দেলোয়ার হোসেন আতিক খান দিদার, আহাম্মেদ রেজোয়ান, শামীম আহমেদ স্বপন, বাহার উদ্দিন আহাম্মেদ, মহি উদ্দিন, মনজুর আলম, আজাদ, মিজানুর রহমান, শাহ্ আলম, মাহবুবুবর রহমান, মাহবুব আলাম শাকিল, শফি শেখ, মনোয়ার হোসেন হাসান, জহিরুল ইসলাম, সামসুল আলম, সোলেমান, আক্তার হোসেন, রাজু খাঁন, মোজাম্মেল হোসেন নাম ঘোষণা করা হয়।

 

 

এসময় প্রধান অতিথি স্থানীয় মেয়র আশা করেন, রংয়ের ভেদাভেদ না করে ফিমিউসিনো শহরকে কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে বর্ণিল করে তুলতে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বাংলাদেশ কমিউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইতালিতে বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করবে এই সংগঠন। পাশাপাশি তারা জানান, প্রবাসীদের সুযোগ সুবিধা প্রদান এবং সমস্যার সমাধানে কাজ করবে।

 

 

 

বর্ণাঢ্য আয়োজনে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে কমিউনিটির অভিভাবকরা নবনির্বাচিত সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।