প্রতিহিংসা – মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩ | আপডেট: ২:৩০:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

 

প্রতিহিংসা 

মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব

 

প্রতিহিংসা আর ঈর্ষাপরায়ণতার বিষাক্ত অনলে দ্বগ্ধ মানবতা
ঈর্ষান্বিত হয়ে অর্ন্তজ্বালা ধরে মোর দেখে অপরের জনপ্রিয়তা।
যেদিকে থাকাই দেখি কেবল জৌলুশভরা বিলাশময় চমকপ্রদ এ দুনিয়া
আসলে ক্ষনিকের এই অবস্থানে বুঝি নাই কভু এযে এক মোহমায়া।
মায়াজালে কারাবন্দি আমি পার্থিব লোভে হয়ে আছি মোহবিষ্ট
অহরহ মোরে প্ররোচিত করছে অভিশপ্ত শয়তান দুরাচার পাপিষ্ঠ।
জনকল্যাণের নামে পদের মোহ সদা করছে মোরে প্রলুব্ধ
কাঙ্কিত পদ না পেলে আমি ঘোষনা করি সমাজ ভাঙ্গার যুদ্ধ।
আমি প্রজ্ঞাহীন, জ্ঞানহীন আমার আছে অর্থবল আর বাহুবল
আমি ভীতি প্রদর্শন আর নজরানা দিয়ে বলিষ্ট করি মোর দল।
আমি আকৃষ্ট করতে পারীনা তাঁদের যারা বুদ্ধিজীবী আর সুশীল
যাদের প্ররোচনায় উজ্জীবিত হয়ে জনতা রাজপথে করে মিছিল।
মেধাবী, সমাজহিতৈষি, শালীন, মার্জিত আর আছে যাদের প্রজ্ঞা
ক্ষমতা হারানোর ভয়ে তাদের এড়িয়ে চলি, অন্তরে করি অবজ্ঞা।
ক্ষমতাধর খ্যাতিমান হওয়ার নেশা আর প্রতিহিংসার বিষাক্ততা
সর্বনাশ করে মানবীয় গুনাবলী আর পরিণাম পরকালের ব্যার্থতা!
তাই তওবা করি শ্রষ্টার কাছে, আর করজোড়ে করি মিনতি
নির্মল করে অর্ন্তর মম, দাও সরল সঠিক পথে চলার সুমতি।